।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হওয়াও বয়ে যায় যেতে পারে।
রবিবার ১৩ এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলেমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকারে ৪০-৫০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় এসব এলাকায় বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।
এদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমে আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ পূর্বাভাসে বলেছেন, রবিবার ১৩ এপ্রিল ভোর ৫ টার পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
বিভিন্ন বিভাগ গড়ে সকাল ৬ টা থেকে বিকাল ৪ টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের অল্প কিছু সম্ভাবনা রয়েছে আজ রবিবার সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।
বজ্রপাতে মৃত্যুর হার কমাতে তিনি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগন্জ, কাছার ও হাইলা কান্দি জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে।
এছাড়া ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে দিয়েও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে।