শিরোনাম :
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ ১৪ ঘণ্টা পর সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে আহত ৯ বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম হাদী প্রসংগ- ডিএমপির দাবী অস্বীকার করলো মেঘালয় পুলিশ চলতি অর্থবছরে নিলামের মাধ্যমে ৩.৫ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক প্রার্থীর সন্তানসহ নির্ভরশীলদের আয়কর তথ্য দেওয়া বাধ্যতামূলক নয় : ইসি মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা দেশ- মৃদু শৈত্যপ্রবাহ আরও ২ দিন অব্যহত থাকতে পারে

সৌদিসহ ১১ দেশে রবিবার ঈদ উদযাপিত হচ্ছে

  • আপলোড টাইম : ১১:১২ এএম, রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯০ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বিশ্বের ১১টি দেশ আজ রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে নিজ দেশের জনগণ ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল–সৌদ। এ ছাড়া সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের নেতারা।

মধ্যপ্রাচ্যের যে ১১টি দেশ আজ ঈদ উদযাপন করছে সেগুলো হলো– সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ), ইরাক (কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

এর আগে শনিবার ২৯ মার্চ সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি গেজেট জানিয়েছে।  সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) শনিবার সন্ধ্যায় জানান, রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

উল্লেখ্য, এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

শনিবার সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এরপর আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। কাল সকালে দেশজুড়ে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে। একই সাথে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) রবিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। তবে কিছু দেশে যদি শাওয়াল মাসের চাঁদ না দেখা যায়, তখন মঙ্গলবার ঈদ উদযাপিত হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech