।।বিকে রিপোর্ট।।
ঢাকা ও আশপাশের এলাকাগুলোতো আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার ১৬ মার্চ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকাগুলোতো আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একই সঙ্গে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে কানাডার সাসকাটুন ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক ও বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুসারে শনিবার ১৫ ই মার্চ রাত ১০ পর থেকে রবিবার ১৬ মার্চ ভোর ৬ টার মধ্যে ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা এবং সিলেট বিভাগের অনেক জেলায় বৃষ্টি, বজ্রসহবৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে।
মার্চ মাসের কালবৈশাখি ঝড়ের পূর্বাভাসে তিনি জানান, আগামী ২০ থেকে ২৩ শে মার্চ: খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাসমূহ এবং ২৮ থেকে ৩১ শে মার্চ: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের জেলাসমূহে কালবৈশাখির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।