Breaking News:


শিরোনাম :
ডিএনএ নমুনা সংগ্রহ নিখোঁজদের পরিবারের জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি : প্রধান উপদেষ্টা ভেনেজুয়েলা উপকূলে তেল ট্যাঙ্কারকে পাহারা দিতে সাবমেরিন পাঠালো রাশিয়া দলীয় ডিসিদের অপসারণ করতে হবে, দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই – আবু তাহের পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের জন্য সার্কুলার জারি: সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ ৬৪টি জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ ৪ দিনের সফরে বের হচ্ছেন তারেক রহমান, যাবেন ১০ জেলায় বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: বিসিবি কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর: আজও ন্যায় বিচারের আশায় ফেলানীর পরিবার জরুরি অবতরণের নির্দেশে অবহেলা: বিমানে অসুস্থ যাত্রীর মৃত্যু বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল

ইসিতে আপিলের ১ম দিনে ৪২টি আপিল দায়ের

  • আপলোড টাইম : ১১:৩৭ এএম, মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) ৪২ টি আপিল দায়ের করা হয়েছে।

এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১ টি এবং মনোনয়নপত্র গ্রহণে বিরুদ্ধে ১ টি আপিল দায়ের করা হয়েছে।

সোমবার ৫ জানুয়ারী রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এই আপিল দায়ের করা হয় বলে ইসি থেকে জানানো হয়েছে।

অঞ্চল ভিত্তিক হিসেবে খুলনা অঞ্চল থেকে ৩টি, রাজশাহী থেকে ৫টি, রংপুর অঞ্চলে ৩টি, চট্টগ্রাম অঞ্চলে ২টি, কুমিল্লা অঞ্চলে ৫টি, ঢাকা অঞ্চলের ১৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, বরিশাল অঞ্চলে ১টি এবং ফরিদপুর অঞ্চলের অঞ্চলের জেলা সমূহে থেকে ৭টি আপিল দায়ের করা হয়েছে।

এরমধ্যে কুমিল্লা অঞ্চলে থেকে মনোনয়নপত্র গ্রহণে বিরুদ্ধে ১টি আপিল দায়ের করা হয়েছে।

এর আগে ইসির আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির বিষয়ক এক নোটিশে বলা হয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর মেমোরেন্ডাম আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেইজমেন্ট-২) এ অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

১০ জানুয়ারি সকাল ১০টা হতে শুরু হবে ১ থেকে ৭০ নম্বর আপিল শুনানি হবে। ১১ জানুয়ারি ৭০ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিল, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি ৫৬১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রাপ্ত আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক হতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারির দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারির দেওয়া হবে। এছাড়া ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারির দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech