শিরোনাম :
চলতি বছর ঝটিকা মিছিল থেকে গ্রেফতার প্রায় ৩ হাজার : ডিএমপি যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ! পর্যটন খাতে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন ৩ সাংবাদিকসহ ১৩ জন অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল ১ নভেম্বর থেকে ভ্রমণে যেতে পারবেন সেন্টমার্টিন: মানতে হবে ১২ নির্দেশনা ৬ বছর পর মুখোমুখি দুই নেতা : শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে: ট্রাম্প ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে এনবিআর জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে : মির্জা ফখরুল

ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

  • আপলোড টাইম : ০২:৪৬ পিএম, শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অক্ষম ব্যক্তি করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর জারি করা এক বিশেষ আদেশ (নং ০২/২০২৫) অনুসারে, বিশেষ আদেশ নং ০১/২০২৫ এর ক্রমিক নং ১ এর অধীনে নির্দিষ্টভাবে উল্লেখিত ব্যক্তিদের ব্যতীত, ব্যক্তিগত করদাতাদের অবশ্যই এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল (https://etaxnbr.gov.bd) এর মাধ্যমে অনলাইনে তাদের রিটার্ন জমা দিতে হবে।

তারা হলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম করদাতা (বৈধ সার্টিফিকেশন জমা দেওয়ার পরে), বিদেশে বসবাসকারী বাংলাদেশী করদাতা; এবং মৃত করদাতাদের পক্ষে রিটার্ন দাখিলকারী আইনী প্রতিনিধি।

তবে যারা নিবন্ধন সংক্রান্ত বা অন্যান্য সিস্টেম-সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা এখন ১৫ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট তাদের নির্দিষ্ট সমস্যার ব্যাখ্যাসহ আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে এসব করদাতাকে কাগজে রিটার্ন দাখিলের অনুমতি দেওয়া হবে।

এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত এ ধরনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত ছিল।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এই আদেশের লক্ষ্য হলো ‘সম্মতি সহজতর করা এবং অনলাইনে ফাইলিং-সংক্রান্ত সমস্যার সম্মুখীন প্রকৃত করদাতাদের শাস্তি না দেওয়া।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এনবিআর ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রিটার্ন দাখিল ব্যবস্থা বাস্তবায়ন করছে, যার লক্ষ্য কর ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি ও করদাতাদের জন্য সহজতর সেবা নিশ্চিত করা।

চলতি ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সকল ব্যক্তিগত করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech