।।বিকে রিপোর্ট।।
গণতান্ত্রিক আন্দোলনের সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার ১৭ জানুয়ারী রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ অন্যান্য নেতা উপস্থিত আছেন।
আয়োজকরা জানান, বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করা এবং সভায় অংশগ্রহণকারী পরিবারগুলো তাদের স্বজনদের ফেরত চাইতে এবং সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবিতে মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।