Breaking News:


শিরোনাম :
সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা জুলাই হত্যাকাণ্ড : সাবেক ৯ মন্ত্রীসহ ট্রাইব্যুনালে ৩৯ জন গোপালগঞ্জে কারফিউ শিথিল: আবার ১৪৪ ধারা জারি ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ কাজ শুরু করল চীন : বাংলাদেশ ভারতের উদ্বেগ জাতিসংঘের মানবাধিকার দপ্তর চালু সংস্কার ও জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন: প্রেস উইং বাজার তদারকির সমন্বিত রূপরেখা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের আহ্বান ঢাকা চেম্বারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে : প্রেস সচিব কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়- সবাইকে সজাগ থাকার আহ্বান

গোপালগঞ্জে কারফিউ শিথিল: আবার ১৪৪ ধারা জারি

  • আপলোড টাইম : ১২:৩৯ পিএম, রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গোপালগঞ্জ জেলায় কারফিউ শিথিলের পর ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রবিবার ২০ জুলাই সকাল থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ আদেশ বলবৎ থাকবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গতকাল শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় নতুন করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৪৪ ধারা অনুযায়ী, উল্লিখিত সময়কালে জেলার যেকোনো স্থানে সভা, মিছিল বা জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। এরপর তা প্রত্যাহার করে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে।

কারফিউ জারির প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয় গত বুধবার এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। ৫ ঘণ্টার ওই সংঘর্ষে মারা যান অন্তত চারজন, আহত হন অনেকে। পরদিন আরও একজন আহত ব্যক্তি মারা যান হাসপাতালে।

এ পরিস্থিতিতে প্রথমে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন, পরে তা রূপ নেয় পূর্ণ কারফিউতে। কয়েক দফায় কারফিউ শিথিল ও বাড়ানো হয়। সর্বশেষ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ, এরপর তা তুলে নিয়ে ১৪৪ ধারা কার্যকর করা হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech