শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন কুমিল্লায় মাজারে হামলার ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই, বার্তা পরিষ্কার: মির্জা ফখরুল পিআর ও ৫ দফা দাবীতে ৭ বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ টেকনাফে গহীন পাহাড়ে অভিযান, নারী-শিশুসহ উদ্ধার ৬৬ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো : গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা- বলেছে হামাস ঢাকায় ৪ দিনব্যাপী দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা শুরু বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস ২০২৬ এর অমর একুশে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে

ঢাকায় ৪ দিনব্যাপী দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা শুরু

  • আপলোড টাইম : ০২:২২ পিএম, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’য় এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। এতে সহযোগিতা করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এই মেলাকে দক্ষিণ এশিয়ার দেশগুলো এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নতুন নতুন ধারণা, জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা আদান-প্রদানের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আশা করি দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই মিলন মেলা আমাদের আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বাণিজ্য সচিব জানান, বিশ্বের অন্যান্য অর্থনৈতিক জোট গঠিত হয়েছে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে। দক্ষিণ এশিয়ায় আমরা এখনও সেই প্র্যাকটিস শুরু করতে পারিনি। এ সময়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ধরনের বাণিজ্য মেলা শুধু দ্বিপাক্ষিক উদ্যোগে আয়োজন না করে দুবাইয়ের মত অন্যান্য বড় শহরগুলোতে আয়োজন করার পরামর্শ দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন এবং তাদের পণ্য ও সেবাগুলোর ব্র্যান্ডিং বিষয়ে ইপিবির পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

মেলায় তৈরি পোশাক, গয়না, কসমেটিকস, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক পণ্যসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।

পণ্য প্রদর্শনীর পাশাপাশি, এই অনুষ্ঠানে বিটুবি ম্যাচমেকিং সেশন, ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং সার্ক অঞ্চলের উদ্যোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি ও অভিজ্ঞতা শেয়ারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আয়োজকরা মনে করেন, মেলাটি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য মেলাটি গুরুত্বপূর্ণ হবে।

সম্ভবনা থাকা সত্ত্বেও, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। বাণিজ্য মেলার লক্ষ্য হলো ব্যবসায়িক সম্পর্কগুলো গভীর করে তোলা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে বিধ্যমান ব্যবধান দূর করা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতা, কূটনীতিক, সার্ক চেম্বার এবং এফবিসিসিআইর প্রতিনিধি ও অন্যান্যরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech