।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা।
শনিবার ৩ জানুয়ারী রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোকবইয়ে সই করেন তারা। একইসঙ্গে পরিষদের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিষদের নেতারা গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তাদের স্বাগত জানান। এ সময় ঐক্য পরিষদের প্রতিনিধি দলটি শোকবইয়ে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের লড়াইয়ে তার অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধাপূর্ণ বার্তা লিপিবদ্ধ করেন।
শোকবইয়ে সই করা শেষে প্রতিনিধি দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকসন্তপ্ত তারেক রহমানকে ব্যক্তিগতভাবে সান্ত্বনা জানান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য শীর্ষ নেতারা।
হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে স্বাক্ষরের কর্মসূচি চলছে।