।।বিকে রিপোর্ট।।
গাজীপুরে পূবাইলে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। স্বামীর বাড়ির লোকজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে এ ঘটনার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।
সোমবার ২৬ জানুয়ারি বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
মৃতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে দুই সন্তানের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তান শিশু সন্তান নুসরাত ও মারুফকে সাথে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।
শ্বশুর বাড়ির লোকজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই মৃত্যুর ঘটনার বিচার দাবি করেছেন নিহত মালার মা আমেনা বেগম ও তাদের পরিবার।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, একটি নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছেন রেলওয়ে পুলিশ।