শিরোনাম :
মঙ্গলবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা চবিতে সংঘাতের ঘটনায় তদন্ত কমিটি গঠিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ : এক নজরে বঙ্গবীর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত: নিহত বেড়ে ৫০০ জন, আহত ১০০০ বাকৃবিতে কঠোর নিরাপত্তা, হল ত্যাগের নির্দেশ : প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : মহাসচিব জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ : দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ এসসিও শীর্ষ সম্মেলনে মোদি-পুতিন কোলাকুলি : ট্রাম্পের শুল্কচাপে ত্রিদেশীয় ঐক্য আরও গভীর

প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করল এনবিআর

  • আপলোড টাইম : ১০:৩৩ এএম, শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার ২ জুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা-২০২৫’ জারি করা হয়। এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যাগেজ রুলস আরও কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে বিগত ২ জুন জাতীয় রাজস্ব বোর্ড নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা ২ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তীতে বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দফতরগুলোর মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের বাগেজ সুবিধা বাড়ানোসহ কতিপয় বিষয় সংশোধন করা হয়েছে।

সর্বশেষ সংশোধনসহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলসের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিম্নরূপ:

বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশি কোনো শুল্ক-কর না দিয়ে বছরে দু’টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

কোনোরূপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বা ২০০ গ্রাম ওজনের রৌপ্যের অলঙ্কার আনতে পারবেন।

নতুন ব্যবস্থায়, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন। বিদেশ থেকে আগত সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর বলছে, যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের অংশ হিসেবে এই নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে।

এসব পরিবর্তন ছাড়া ব্যাগেজ রুল সংক্রান্ত অন্যান্য সুবিধাগুলো অপরিবর্তিত রয়েছে বলেও জানিয়েছে এনবিআর।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech