শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবে ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের, জুলাই থেকেই কার্যকর টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রহসনের নির্বাচনের দায় স্বীকার : সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা জারি, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা   ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার

বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি

  • আপলোড টাইম : ১১:৩০ এএম, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশে আরও এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে। উল্লেখ্য, ইতোমধ্যে সংস্থাটি দেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

মঙ্গলবার ৮ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস স‌চিব শ‌ফিকুল আলম।

বিনিয়োগকারীরা কী কী বিষয়ে জানতে চান— এমন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরিতে প্রশ্ন করছেন। বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করছেন সেটি হচ্ছে, ইতোমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা কী ধরনের সমস্যা ফেইস করছেন, সেগুলো উত্তরণে তাদের কী করতে হবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয়ে জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা।

তিনি জানান, এখনই বিনিয়োগ আনা এই সামিটের লক্ষ্য নয়। এবারের সামিটের মূল লক্ষ্য নেটওয়ার্কিং করা। এখানে আমরা নেটওয়ার্কিংকে প্রধান্য দিচ্ছি।

ইজ অব ডুয়িং বিজনেস প্রসঙ্গে তিনি বলেন, সহজে ব্যবসা করার বা ইজ অব ডুয়িং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে। এখন আর এটা ফলো করা উচিত নয়। পৃথিবীর এমন কোনও মার্কেট নেই— যেখানে সমস্যা নেই। প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে। যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধানেরও চেষ্টা করছি। এই সমস্যাগুলো আমরা আগামী এক বা দুই বছরে সমাধান করার চেষ্টা করব।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবের বিষয়ে তিনি জানান, ট্যারিফের সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব সাফার করছে।

প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরই মধ্যে চিঠি দিয়েছেন। আমরা সেই চিঠি পাবলিক করে দিয়েছি।

একটি বিদেশি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে কিন্তু লাইসেন্স পাচ্ছে না এমন এক প্রশ্নের উত্তরে— বিডা চেয়ারম্যান বলেন, আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে। কিন্তু লাইসেন্স পাচ্ছে না। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি, তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব। তারা একটি বৃহৎ মেনুফ্যাকচেরার কোম্পানি।

বিডার চেয়ারম্যান আরও বলেন, আজকে ওখানকার (ব্রিকস) ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা অনেক পজেটিভ এটা জানিয়েছেন।

সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রজেক্ট শুরু করেছেন। তারা চাচ্ছে শুধু সরকারি নয় বেসরকারি খাতেও যেন তারা ফান্ড দিতে পারেন।  আমরাও তাদের বোঝানো চেষ্টা করেছি হাসপাতাল-হাউজিংসহ সামাজিক অবকাঠামোতে তাদের ফান্ড দেওয়ার সুযোগ আছে।

প্রসংগত, সোমবার ৭ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। মঙ্গলবার ছিল সম্মেলেনের দ্বিতীয় দিন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech