শিরোনাম :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ অন্তর্বর্তী সরকারের বিবৃতি : নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না নুরের ওপর হামলার তীব্র নিন্দা হেফাজতে ইসলামের ফারাক্কা ব্যারেজের কারণে অন্তত ২০টি নদী নিশ্চিহ্ন হয়ে গেছে: হাফিজ উদ্দিন নুরকে প্রধান উপদেস্টার ফোন: তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের বিমান ওড়ায় নিষেধাজ্ঞা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা : ৪ যাত্রীবাসের সংর্ঘষে ২৫ জন স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা, চলছে গণনা- নুরের ওপর হামলার নিন্দা প্রেস সচিব শফিকুল আলমের

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার : ঋণ বিতরণের নীতিমালা শিথিল

  • আপলোড টাইম : ১০:৩৪ এএম, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশের ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বা বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে ব্যাংকগুলোর জন্য অভ্যন্তরীণ ঋণ ঝুকি রেটিং সিস্টমস (আইসিআরআরএস) বাস্তবায়ন ছাড়াই গ্রাহকদের মধ্যে ঋণ বা বিনিয়োগ বিতরণ করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় ঋণের ঝুঁকি নিরুপণ করে ব্যাংকের স্বার্থ রক্ষা করতে হবে। এর আগে এক সার্কুলারের মাধ্যমে ঋণ বা বিনিয়োগ বিতরণের ক্ষেত্রে ওই নীতিমালাটি বাধ্যতামূলক করেছিল।

এ বিষয়ে গত বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।

সূত্র জানায়, ঋণ গ্রহীতাদেরকে ওই নীতিমালার আওতায় ঝুকি নিরুপন করতে গেলে বিশেষ অডিট করাতে হবে। এটি করা যেমন সময় সাপেক্ষ, তেমনি অর্থের প্রয়োজন হয়। যা অনেক উদ্যোক্তাদের ক্ষেত্রে নেই। এ কারণে বিশেষ করে যেসব উদ্যোক্তা এটি করাতে সক্ষম নন তাদের জন্য এ ছাড় দেওয়া হয়েছে। 

সার্কুলারে বলা হয়, এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ ঋণ নীতিমালার আওয়তায় যথাযথভাবে ঝুকি নিরুপন করে তা মোকাবেলার কৌশল নিতে হবে। ঝুকি সঠিকভাবে নিরুপণ করে সেগুলো কমানোর পদক্ষেপ নিতে হবে ব্যাংকগুলোকে।

গ্রাহকের নগদ অর্থের প্রবাহ কেমন পর্যালোচনা করে সিন্ধান্ত নিতে হবে ঋণ অনুমোদনের। ঝুকি হ্রাস করার জন্য পর্যাপ্ত জামানত নিতে হবে গ্রাহকের কাছ থেকে।

ব্যাংকের নিজস্ব তদারকি বাড়ানোর পদক্ষেপের পাশাপাশি গ্রাহকের ব্যবসার গতিবিধি রাখতে হবে পর্যবেক্ষনে।  ঋণ বা বিনিয়োগ বিতরণের আগে ব্যাংকের পর্ষদ কর্তক আরোপিত শর্তাবলী বাস্তবায়ন করতে হবে। ঋণ ছাড় করার আগে এ বিষয়গুলো নিশ্চিত করে ছাড় করতে হবে ঋণের অর্থ।

এ ধরনের ঋণ বা বিনিয়োগ চুক্তি অনুমোদনের আগে ঝুকি মূল্যায়নের জন্য যেসব সূচক ব্যবহার করা হয়েছে সেগুলো সুনর্দিষ্টবাবে উল্লেখ থাকতে হবে মূল্যায়ন প্রতিবেদনে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech