।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার ৮ মে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। সূত্র এনডিটিভি।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ বিভিন্ন এলাকায় এই হামলা হয় বলে জানিয়েছে। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানায়নি নয়াদিল্লি।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই আগ্রাসনের জবাবে ভারত পাল্টা আক্রমণ চালিয়েছে।
পাল্টা অভিযানে লাহোরসহ একাধিক পাকিস্তানি শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়। বিশেষভাবে নিশানা করা হয় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো। ভারত সরকারের দাবি, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারতও লাহোরসহ পাকিস্তানের অন্তত ৯টি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথেই ভূপাতিত করা হয়। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত হয় রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম, যার মাধ্যমে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়সহ বিভিন্ন শহরে প্রতিরক্ষা জোরদার করা হয়।
পাল্টা হামলায় ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশেষভাবে আঘাত হানে। ব্যবহৃত হয় ‘হারপি’ এবং ‘হারোপ’ নামক বিশেষ ড্রোন—যেগুলো শত্রু রাডার সনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে হামলা চালাতে সক্ষম। বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র ২৫ মিনিটে পাকিস্তানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং রাতভর ডজনখানেক ড্রোন হামলা চালায়।
এদিকে, পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ভারতের ছোড়া অন্তত ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।
রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ বলেন, লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় চার সেনা আহত হয়েছেন। এছাড়া সিন্ধু অঞ্চলে ভারতীয় ড্রোন হামলায় একজন বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন।
লাহোর শহরজুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী।
সূত্র: এনডিটিভি, এএফপি