।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এই সময়ে বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রবহমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি জানায়, রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক আপডেট পূর্বাভাস স্ট্যাটাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেশের বেশিভাগ জেলার আকাশ সম্পূর্ণ রূপে মেঘমুক্ত অবস্থার রয়েছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে মেঘের উপস্থিতি রয়েছের সেই সকল জেলার বেশিভাগের উপরেই বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই আগামী ২৪ ঘন্টা।
আজ দুপুর ১২ টার মধ্য বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে মাত্র ৪ টি জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ৪ টি জেলার হলও সিলেট বিভাগের জেলাগুলো। এই ৪ টির মধ্যে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সুনামগঞ্জ ও সিলেট জেলায়। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে বৃষ্টির খুব হালকা সম্ভাবনা রয়েছে।
আজ খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের বেশিভাগ জেলায় উপর দিয়ে তাপ-প্রবাহ অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
গতকাল বুধবার চুয়াডাঙ্গায় হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়ে থাকে। সেই হিসেবে গত ১৪ মার্চ থেকে আজ পর্যন্ত অন্তত ১১ দিন জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। যার মধ্যে আট দিন মৃদু ও বাকি তিন দিন মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে।
এদিকে জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা দেখা দিয়েছে। মানুষের বাইরে চলাচল সীমিত হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছেন না।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী সেসলিয়াস পর্যন্ত উঠার আশংকা করা যাচ্ছে।