।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প।
শনিবার ১৩ সেপ্টেম্বর (স্থানীয় সময়) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল) গভীরে ছিল।
এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে ‘বিপজ্জনক’ ঢেউ আছড়ে পড়তে পারে।
ইউএসজিএস এর আগে ভূমিকম্পের প্রাথমিক তীব্রতা ৭.৫ জানিয়েছিল। কিন্তু পরে তা কমিয়ে ৭.৪ নির্ধারণ করা হয়।
অন্যদিকে জার্মান গবেষণা সংস্থা জিএফজেড প্রথমে জানিয়েছিল, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে ইউএসজিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী এর গভীরতা আরও বেশি ছিল। ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের শক্তি ও অবস্থান বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অংশে সুনামি সতর্কতা জারি করা হয় এবং ৪ মিটার (১২ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় এবং হাওয়াই থেকে জাপানে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
৮.৮ মাত্রার ভূমিকম্পটি ২০১১ সালের পর থেকে সবচেয়ে বড় ছিল, যখন জাপানে ৯.১ মাত্রার ভূমিকম্পে সুনামি হয় এবং ১৫ হাজারেরও বেশি লোক মারা যায়।
জুলাই মাসের ভূমিকম্পের ফলে জাপানের কর্তৃপক্ষ প্রায় বিশ লাখ মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।