।।বিকে স্পোর্টস।।
সিলেট টেষ্টে আয়ারল্যান্ডকে এক ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ল সফরকারীরা।
শুক্রবার ১৪ নভেম্বর ম্যাচের চতুর্থ দিনে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করে সফরকারী আয়ারল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারায় আইরিশরা। এরপর লাঞ্চের পর আরও তিন উইকেট দ্রুত হারায় তারা।
লাঞ্চের পর শুরুতেই ফিরে যান ফিফটি হাঁকানো অ্যান্ডি ম্যাকব্রাইন। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ব্যারি ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন নিল। জর্ডান নিল ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
নিল ফেরার পরের ওভারেই আউট হন ম্যাকার্থি। তাতে ২৫৪ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মুরাদ। ৩ উইকেট নেন তাইজুল এবং ২ উইকেট নেন রানা।
এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে— যা টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ এবং দেশের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
গতকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বর ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দিন শুরুতেই বিদায় নেন। জয় ১৭১ ও মুমিনুল ৮২ রান করে ফেরেন ব্যারি ম্যাককার্থির দুর্দান্ত ডেলিভারিতে।
পরে শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে আসে ৭৯ রান। ৯৯তম টেস্টে ব্যাট হাতে নেমে মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের বলে। এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে যোগ হয় আরও ৯৮ রান। লিটন ৬৬ বলে ৬০ রান করে বিদায় নেন। নাজমুল হোসেন শান্ত ১১২ বলে ১৪ চারে পূর্ণ করেন নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি।
আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রিজ নেন ১৭০ রানে ৫ উইকেট।