শিরোনাম :
যুক্তরাষ্ট্র এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার স্বার্থ নেই: জেডি ভ্যান্স নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার : হত্যা মামলায় পাঠানো হলো কারাগারে ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যহত: নিহত আরও ১০৬ ফিলিস্তিনি দেশের মুদ্রাস্ফীতি কমেছে ৬ শতাংশ: গভর্নর রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আ. লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে : বাদ জুমা বড় জমায়েতের ডাক   মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যহত থাকবে দায়িত্বে অবহেলায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত  ইসরায়েলী ড্রোন ব্যবহার করছে ভারত : ২৫টি হেরোপ ভূপাতিত করল পাকিস্তান

সিলেট টেস্ট: ২৫৫ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪

  • আপলোড টাইম : ০২:১২ পিএম, বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনেও টপঅর্ডারে ব্যর্থতা এবং টেলএন্ডারদের জাকেরের প্রতিরোধ– সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সারাংশ মোটাদাগে এমনই।

বুধবার ২৩ এপ্রিল টেস্টের চতুর্থ দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হয় খেলা।

তবে দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিনে বাংলাদেশ সবমিলিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৭১ রান। বাংলাদেশ অলআউট হলো ২৫৫ রানে। লিড ১৭৩ রানে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে জয় পেতে জিম্বাবুয়ের দরকার ১৭৪ রান।

ব্লেসিং মুজারাবানির বিধ্বংসী বোলিংয়ের পরেও কোনোমতে আড়াই পার করে টাইগাররা। চলতি টেস্টে শুরু থেকেই দারুণ বল করছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে তিন উইকেট নেন তিনি। এবার নিলেন ৬ উইকেট।

খেলার শুরুতেই আঘাত হানেন মুজারাবানি। দিনের দ্বিতীয় বলেই তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক শর্ট বলে বাজে শটে ফাইন লেগে ধরা দেন। তিনি ১০৫ বলে ৭টি চারে সর্বোচ্চ ৬০ রান করেন। এরপর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। খানিক পর বাংলাদেশের অলরাউন্ডারকে বাড়তি বাউন্সের বলে গালিতে ক্যাচ বানিয়ে টেস্টে ক্যারিয়ারে তৃতীয়বারের মতন পঞ্চম উইকেট পান মুজারাবানি। ১৫ বলে ১ ছক্কা, ১ চারে ১১ করে ফেরেন মিরাজ।

মুজারাবানির ঝলকের মাঝে ইনিংসে নিজের প্রথম শিকার ধরেন রিচার্ড এনগারাভা। বাঁহাতি পেসারের বলে তাইজুল ইসলাম কট বিহাইন্ড হলেও মাঠের আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে।

এরপর টেলএন্ডারদের নিয়ে একাই লড়ে যান জাকের। ইনিংসের শেষ উইকেট হিসেবে বিদায় নেন তিনি। মুজারবানি ষষ্ঠ উইকেট দখল করেন। জাকের ১১১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করেন। এছাড়া হাসান মাহমুদ ১২ রান করেন।

অবশ্য শুরু থেকে পুরো টেস্টেই বাংলাদেশের ওপর খানিক চেপে বসেছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। লিড উঠেছিল ১১২ রান পর্যন্ত। কিন্তু চতুর্থ দিনে এসে ব্যাটিং ব্যর্থতার সেই পুরাতন গল্প ম্যাচের লাগাম তুলে দিল জিম্বাবুয়ের কাছে।

জিম্বাবুয়ে পেসার মুজারবানি ৬টি ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট দখল করলেন মুজারবানি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech