।।বিকে রিপোর্ট।।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার ২০ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে এক অতর্কিত ও নৃশংস সন্ত্রাসী হামলায় এই ছয় সেনাসদস্য প্রাণ হারান।
মরদেহগুলো দেশে পৌঁছানোর পর সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয় এবং সামরিক মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
নিহতরা হলেন- নাটোরের বাসিন্দা করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
এ ছাড়াও ঐ হামলার ঘটনায় আহত হয়েছেন নয়জন। তারা হলেন- কুষ্টিয়ার বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোছা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার ও নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (ইউএনআইএসএফএ) মিশনে বাংলাদেশের একটি শক্তিশালী ব্যাটালিয়ন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।
বিমানবন্দরে শহীদদের কফিন গ্রহণের সময় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শোকাতুর স্বজনরা উপস্থিত ছিলেন। শহীদ শান্তিরক্ষীদের এই বিদেহী আত্মার সম্মানার্থে যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রাম ও জেলায় দাফনের জন্য পাঠানো হবে।
এই মর্মান্তিক ঘটনার পর জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার ও সেনাবাহিনী তাদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।