শিরোনাম :
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করলেন তারেক রহমান মাঠে হার্ট অ্যাটাকে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ: নারী-শিশুসহ আহত ৪, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ৮ লাখ ছাড়িয়েছে তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট সূচি বিপর্যয়: ১০ ফ্লাইট নামলো ব্যাংকক-কলকাতা-চট্টগ্রাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করলেন তারেক রহমান

মাঠে হার্ট অ্যাটাকে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

  • আপলোড টাইম : ০৮:২৩ পিএম, শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার ২৭ ডিসেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বিপিএলের ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন তিনি। খেলোয়াড়দের ওয়ার্মআপে সহায়তা করছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে ঢলে পড়েন জাকি। এ সময় মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মাহবুব আলী জাকির বয়স হয়েছিল ৫৯ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

মাহমুদ আলী জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি-তাসকিন আহমেদদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদ আলী জাকির মৃত্যুতে শোক জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech