Breaking News:


শিরোনাম :
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে এনসিপিসহ ১৪৪ দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে ব্যর্থ : সংশোধনে ১৫ দিনের সুযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ কে কাকে লাল কার্ড দেখে সিদ্ধান্ত নেবে জনগণ: ড. জাহিদ প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা, সন্তানদের নোটিশ সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার রাশিয়ার ওপর কঠোর শুল্কারোপের হুমকি : ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্রোন শো : ‘জুলাই উইমেনস ডে’  

হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

  • আপলোড টাইম : ০৯:৩২ পিএম, মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আরও বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু রেখে বর্তমানে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

মঙ্গলবার ১৫ জুলাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু থাকায় সোমবার দিবাগত রাত আটটা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর মধ্যে ১, ২ ও ৩নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত বুধবার ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর পানি বৃদ্ধির ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, এই পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার রাত আটটা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৯৮.৬৭ এমএসএল(মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এই সময় হ্রদে পানি থাকার কথা ৮৬ দশমিক ০৮ এমএসএল। অর্থাৎ বর্তমান সময়ে প্রায় ১২ ফুট পানি বেশি রয়েছে কাপ্তাই হ্রদে। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech