শিরোনাম :
শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা : দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে ‘শাহবাগ ব্লকেড’ গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের : রাফা ক্রসিং বন্ধ’র পরিকল্পনা ইসরায়েলের মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে সিআইডি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান এনসিপির শিক্ষকদের সচিবালয়মুখী যাত্রা আটকে দিল পুলিশ : রাতেও সড়কে অবস্থান অব্যহত মিরপুরের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক মিরপুরে আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট গাজায় স্থায়ী যুদ্ধবিরতি : শান্তি চুক্তিতে সই করলেন ট্রাম্পসহ চার নেতা বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আজ সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চ

৩ হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপলোড টাইম : ০৯:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২২ Time View
ছৈবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
দেশে চিকিৎসক সংকট নিরসনে চিকিৎসকের সংখ্যা বাড়াতে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার ২৯ মে বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিপিএসসি জানায়, এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

৪৮তম বিশেষ বিসিএসের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে এবং চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ফি ২০০ টাকা, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ফি ৫০ টাকা, আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

এই বিসিএস পরীক্ষায় সর্বমোট ৩০০ নম্বর থাকবে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন:বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর, মানসিক দক্ষতায় ১০ নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০।

এমসিকিউ পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে।

বিপিএসসি জানিয়েছে, এমসিকিউ ভিত্তিক প্রাথমিক পরীক্ষা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিল সরকার। এবারও স্বাস্থ্যখাতে বড় পরিসরে চিকিৎসক নিয়োগের মাধ্যমে সেবার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech