Breaking News:


শিরোনাম :
উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো সাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট বিদেশি অপশক্তির ষড়যন্ত্র এখনো চলছে: জোনায়েদ সাকি গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

৩ হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপলোড টাইম : ০৯:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৯ Time View
ছৈবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
দেশে চিকিৎসক সংকট নিরসনে চিকিৎসকের সংখ্যা বাড়াতে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার ২৯ মে বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিপিএসসি জানায়, এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

৪৮তম বিশেষ বিসিএসের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে এবং চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ফি ২০০ টাকা, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ফি ৫০ টাকা, আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

এই বিসিএস পরীক্ষায় সর্বমোট ৩০০ নম্বর থাকবে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন:বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর, মানসিক দক্ষতায় ১০ নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০।

এমসিকিউ পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে।

বিপিএসসি জানিয়েছে, এমসিকিউ ভিত্তিক প্রাথমিক পরীক্ষা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিল সরকার। এবারও স্বাস্থ্যখাতে বড় পরিসরে চিকিৎসক নিয়োগের মাধ্যমে সেবার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech