শিরোনাম :
১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানালো গণঅধিকার পরিষদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠন কার্যক্রম নিষিদ্ধ : প্রজ্ঞাপন জারি পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র : র‌্যাব পুনর্গঠনে কমিটি গঠন- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র ও চীন সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ কৃষকের মৃত্যু, আহত ১ জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল জুলাই শহিদ মুগ্ধ’র মাসহ ৩১ মা পেলেন রত্নগর্ভা মা সম্মাননা ইসরায়েলি বর্বর হামলা অব্যহত: ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ হচ্ছে পেজ

মেট্রোরেলে একদিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনে রেকর্ড

  • আপলোড টাইম : ১২:০৬ পিএম, শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যাক ৪ লক্ষাধিক মানুষ যাতায়াত করেছে মেট্রোরেলে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ডিএমসিএল কর্তৃপক্ষ মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকল যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।

জানা গেছে, এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছিল। তবে, বর্তমান সময়ে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

এ মহতি লক্ষ্য অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় পোস্টে।

যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টে বলা হয়েছে, সম্মানিত মেট্রো যাত্রীদের সেবায় ডিএমটিসিএল নিবেদিত।

বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় পথে যাত্রী পরিবহন করছে।

গত ৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছিলেন, গত অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে ২৪৪ কোটি টাকা আয় হয়েছে। এবার মে মাস থেকে শুক্রবারেও সারাদিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে শুক্রবার বেলা তিনটা থেকে মেট্রোরেল চলাচল করে। অন্যান্য দিন ব্যস্ত সময়ে পিক আওয়ারে ৮ মিনিট এবং কম ব্যস্ত সময়ে (অফ পিক আওয়ারে) ১০ মিনিট পরপর উভয় দিক থেকে মেট্রোরেল চলছে। সব মিলিয়ে সপ্তাহে ৬ দিনই সারা দিনে ১৯৮ বার যাতায়াত করে মেট্রোরেল। তবে শুক্রবার মাত্র ৬০ বার চলাচল করে মেট্রোরেল।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech