Breaking News:


শিরোনাম :
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন ২৮ জন শিল্পী ও কলাকুশলী প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রবিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে পর্যটক ভ্রমণ ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে : গোলাম পরওয়ার স্বৈরাচারের সঙ্গে তলে তলে মিশে ছিল, সেই ‘গুপ্ত’ চক্র থেকে সজাগ থাকুন: তারেক রহমান ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে ইসি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগে যারা অপকর্মে জড়িয়েছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: জামায়াত আমির

৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে : গোলাম পরওয়ার

  • আপলোড টাইম : ০৮:২০ পিএম, শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশ স্বাধীনের পর ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে। এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লাকে দেশ চালানোর সুযোগ দাও। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দেবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

শনিবার ৩১ জানুয়ারী দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর ৫৪ বছর ৩টি দল দেশটাকে লুটেপটে খেয়েছে, এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লা দেশ চালাবার সুযোগ দাও। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

জামায়াত নেতা আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ, এত মানুষের রক্ত, আহত ও মানুষে স্বপ্ন ভুলুন্ঠিত হতে দেওয়া যাবে না। গ্রামে গ্রামে এখন দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথা এলোমেলো হয়ে গেছে। কোন এলোমেলোতে কাজ হবে না। এখন তারা আবার না ভোটের কথা বলে বেড়ায়।

মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, আপনারা জানেন ঘুরে ফিরে ৩টি দল দেশ চালিয়ে পরীক্ষিত। এখানে অনেক দলের লোক আছেন, আমার বক্তব্য শুনছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তাদের দলের নেতারা কি বলতে পারবে তাদের শাসন আমলে দুর্নীতি করেননি। তারা এদেশে ভিন্ন মতের লোকদের দমন পীড়ন করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। পাশাপাশি এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন।

তিনি বলেন, সাধারণ মানুষ বলছে আমরা ৫৪ বছরের শাসন দেখেছি। এখন পরিবর্তন চাই। কেমন পরিবর্তন চাই, যারা বিগত বছরগুলোতে যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে তাদেরক আবার আনব। না, আমরা এবার ন্যায় ও ইনসাফের সরকার প্রতিষ্ঠা করবো। যেখানে দেশের প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের দিন আপনাদের কাজ হচ্ছে ভোটকেন্দ্র পাহারা দেওয়া। এক কেন্দ্রের জন্য কমপক্ষে ২০০ লোক উপস্থিত থাকবেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছি কেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশকে বডি ক্যামেরা এবং সেনাবাহিনী দেওয়ার জন্য। এসব কিছুই থাকবে। কেন্দ্র দখল, ব্যালেট বক্স ছিনতাই এগুলো করতে দেওয়া হবে না। সন্ত্রাসী কেন্দ্রের সামনে আসলে তাদের ছবি ও ভিডি সংরক্ষণ হবে। তাদেরকে ধরে এনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। চাঁদপুর শহর জামায়াত আমির এড. মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ দাঁড়িপাল্লা প্রতিক প্রার্থী মো. শাহজাহানা মিয়া, চাঁদপুর-৪ দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী ও জেলা জামায়াত আমির মাও. বিল্লাল হোসেন মিয়াজী, কুমিল্লা অঞ্চলের নির্বাচনী টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন, সদর উপজেলা জামায়াত আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী ও সেক্রেটারি মো. জোবায়ের হোসেন খান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech