শিরোনাম :
ঢাবিতে আগামীকাল শোক দিবস ঘোষণা : দুপুর একটা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ চট্টগ্রামের উন্নত অবকাঠামোর জন্য বন্দর উন্নয়ন অপরিহার্য : প্রধান উপদেষ্টা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ: তীব্র যানজটে ভোগান্তি সাধারণ মানুষের যমুনা অভিমুখে জবি’র লংমার্চ ছত্রভঙ্গ : পুলিশের লাঠিপেটা–কাঁদানে গ্যাসে রণক্ষেত্র কাকরাইল মোড় জামিন পেলেন জোবাইদা রহমান : আপিল শুনানি গ্রহণ করেছেন আদালত তিন দফা দাবিতে যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চ ‘সাম্য হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে’ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসংগে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া ২ ভারতীয় নাগরিককে অবৈধভাবে এনআইডি প্রদান: বাগেরহাটে ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন 

তিন দফা দাবিতে যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চ

  • আপলোড টাইম : ১২:৫৫ পিএম, বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ অভিমুখে রওনা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার ১৪ মে দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ লংমার্চ শুরু করেছেন শিক্ষার্থীরা।

এসময় ‘লংমার্চ টু যমুনা’, ভুজুংভাজুং বুঝি না’, ‘তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’সহ তাদের দাবি সংবলিত নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের বিশাল মিছিলটি এখন গুলিস্তান মাজারের বেরিকেড ভেঙে ‘লংমার্চ টু যমুনা’ অভিমুখে এগিয়ে যাচ্ছে।

এর আগে লংমার্চ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

‎১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
‎৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

‎এর আগে মঙ্গলবার ১৩ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও দাবি মানা হয়নি বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

এরপর ‘জবি ঐক্য’ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে তিন দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech