।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তবে ঠিক কবে বা কখন তাদের গ্রেপ্তার করা হয়েছিল তা জানানো হয়নি।
বুধবার ২৫ জুন এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিন জন নাগরিককে ফাঁসি দিয়েছে। তাদের বিরুদ্ধে “ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং পৃথিবীতে অশান্তি ছড়ানোর” অভিযোগ আনা হয়েছিল, যা ইরানে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। দেশটির বিচার বিভাগ-সম্পর্কিত অনলাইন নিউজ পোর্টাল মিজান অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি ব্যক্তিত্বদের হত্যার জন্য দেশে সরঞ্জাম আমদানি করা এদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদকে গ্রেপ্তার করে বিচার করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পর রায় কার্যকর করা হয়েছে।
বুধবার সকালে উত্তর-পশ্চিম ইরানের তুরস্ক সীমান্তবর্তী শহর উর্মিয়ার একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এই তিনজন বিশেষভাবে প্রশিক্ষিত গুপ্তচর হিসেবে কাজ করছিলেন এবং ‘মদ্যপানযোগ্য পণ্যের চালানের’ আড়ালে দেশটিতে “হত্যাকাণ্ডের সরঞ্জাম” পাচার করছিলেন।
এছাড়াও ইসরায়েলের সাথে যুদ্ধকালীন সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূরনিউজ জানিয়েছে, ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেফিতা করেছে ইরান।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান আরও অন্তত তিনজনকে মৃত্যুদণ্ড দেয়।
যুদ্ধের সময় ইরান মোসাদের হয়ে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।