শিরোনাম :
১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানালো গণঅধিকার পরিষদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠন কার্যক্রম নিষিদ্ধ : প্রজ্ঞাপন জারি পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র : র‌্যাব পুনর্গঠনে কমিটি গঠন- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র ও চীন সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ কৃষকের মৃত্যু, আহত ১ জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল জুলাই শহিদ মুগ্ধ’র মাসহ ৩১ মা পেলেন রত্নগর্ভা মা সম্মাননা ইসরায়েলি বর্বর হামলা অব্যহত: ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ হচ্ছে পেজ

তাপমাত্রা কমে শীত কিছুটা বাড়ল

  • আপলোড টাইম : ১০:৪৯ এএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ Time View
সংগৃহিত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ তাপমাত্রা কমেছে। রাজধানীতে এক দিনের ব্যবধানে আজ দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে। তাপমাত্রা কমেছে উত্তরের জনপদসহ দেশের অন্যত্রও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকালও এমন অবস্থা থাকতে পারে। তবে এর পর থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। এ মাসে অবশ্য নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলেই জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারও এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের মধ্যে দেড় ডিগ্রি তাপমাত্রা কমে গেছে।
দেশের অন্য যেসব এলাকায় শীত বেশি পড়ে, সেখানেও আজ তাপমাত্রা কমে গেছে গতকালের তুলনায়। যেমন বেশি শীত পড়া এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আজ তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে অনেক স্টেশনেই। আগামীকালও এ ধারা অব্যাহত থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। পরে আবার কিছুটা কমে তাপ কিন্তু শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত জানুয়ারি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একই পরিমাণ বেশি ছিল গত ডিসেম্বর মাসেও। এ বছর জানুয়ারি মাসে একটিও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। ২০১৬ সালের পর এমনটি হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech