শিরোনাম :
সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ কৃষকের মৃত্যু, আহত ১ জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল জুলাই শহিদ মুগ্ধ’র মাসহ ৩১ মা পেলেন রত্নগর্ভা মা সম্মাননা ইসরায়েলি বর্বর হামলা অব্যহত: ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ হচ্ছে পেজ বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর বৈঠক ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দিত বিএনপি- মির্জা ফখরুল ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস : ৪ ডিগ্রি কমেছে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারিতে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

  • আপলোড টাইম : ০৭:৪৬ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

চলতি ফেব্রুয়ারি মাসে ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে; সেইসঙ্গে স্বাভাবিকের চেয়ে দিনে ও রাতে তাপমাত্রা বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত কয়েকটি সংস্থা থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এল-নিনো বা লা-নিনা পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্র বৃষ্টি বা শিলাসহ বজ্র বৃষ্টি হতে পারে।

এছাড়া, ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।

অধিদপ্তর বলছে, জানুয়ারি মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ৩, ৯ থেকে ১১, ১৯ এবং ২৪ থেকে ২৭ জানুয়ারি দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।

এছাড়া, ৬ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ১০ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জানুয়ারিতে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

আর সারাদেশে গড় তাপমাত্রা ০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech