।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার ১৬ আগস্ট রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকীর সর্বশেষ অবস্থা জানান তিনি।
তিশা জানান, ফারুকী কক্সবাজারে একটি সরকারি কর্মশালায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, এর আগে, গতকাল কক্সবাজারে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জরুরি ভিত্তিতে সফর মুলতবি করে রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমান বাহিনীর মেডিক্যাল হেলিকপ্টারে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, সংস্কৃতি হাব প্রকল্প ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা ছিল, তবে সেগুলো বাতিল করা হয়েছে।
তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। তিনি আরও জানান, উপদেষ্টা শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ায় তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।