শিরোনাম :
উপদেষ্টা পরিষদে ২টি অধ্যাদেশ, ২টি নীতিমালা অনুমোদন এনসিপি গেলে সাদরে বরণ, জবির ছাত্রদের টিয়ারশেল-এই বিভাজন কেন? রিজভী নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে হবে : ডিএমপি কমিশনার কমিশনের কিছু প্রস্তাব দলগুলোর জন্য চ্যালেঞ্জিং : বাসদ সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান চলছে মেক্সিকোতে তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ দ্বিতীয় দিনের মত কাকরাইল মোড় অবরোধ করে জবির আন্দোলনকারীরা : তীব্র যানজট ঢাকার সবুজায়নে ১ জুন থেকে বৃক্ষরোপণ শুরু : ডিএনসিসি প্রশাসক উপদেস্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানালেন নেতৃবৃন্দ উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ

পাসপোর্ট সূচকে চার ধাপ অগ্রগতি বাংলাদেশের

  • আপলোড টাইম : ১১:২০ পিএম, রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। সবার শেষে আফগানিস্তান।

গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্টের এ সূচক প্রকাশ করে। তাদের ওয়েবসাইটের বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে।

এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেয়া হয়েছে।

সূচকে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টিতে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশাধিকার নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে আবির্ভূত হয়েছে। ৫৬টি দেশে সহজে প্রবেশাধিকার নিয়ে তালিকার ৮০তম স্থানে রয়েছে ভারত।

বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে বাংলাদেশের পাসপোর্ট ৯৩তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছরের শুরুর দিকে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০।

গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগের বছর অর্থাৎ, ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

সেরা দশ দেশ :

এ বছরের সূচকে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির নাগরিকরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

তৃতীয় অবস্থানে আছে সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পান।

চতুর্থ স্থানে রয়েছে সাতটি দেশ: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। এসব দেশের নাগরিকরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

পঞ্চম স্থানে আছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড । দেশগুলোর নাগরিকরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। ষষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের নাগরিকরা ভিসামুক্ত সুবিধা পান ১৮৬টি দেশে।

সপ্তম স্থানে আছে কানাডা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

অষ্টম স্থানে রয়েছে দুটি দেশ: এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তাদের নাগরিকরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। পাসপোর্ট সূচকে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। দেশটি গত এক দশকে ৭২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা অর্জন করেছে। এবার ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ৮ম স্থান অধিকার করেছে।

নবম স্থানে আছে পাঁচটি দেশ: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র। এসব দেশের নাগরিকরা ১৮৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

দশম স্থানে আছে আইসল্যান্ড ও লিথুয়ানিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮২টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির অবস্থান ৫২তম এবং মালদ্বীপের নাগরিকরা ৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech