শিরোনাম :
ঠিকাদারি লাইসেন্স ইস্যুতে বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েট উপাচার্যকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু : ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা কাশ্মীরে হামলার তীব্র নিন্দা, শোক ও সমবেদনা জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের কাশ্মীরে হামলা: ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লির ৫ কড়া পদক্ষেপ জবাব দিতে পাকিস্তানের প্রস্তুতি আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হতে পারে: আইএমএফ কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান  মৃদু থেকে মাঝারি তাপ-প্রবাহের আশংকা : ৪ জেলায় বৃষ্টি হতে পারে চট্টগ্রামে পুলিশ-ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ; আহত ১০ রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

  • আপলোড টাইম : ০৮:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আগামী বছরই স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ১৩ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালের ২৪ নভেম্বর উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। বিষয়টি আরও পিছিয়ে দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছিল অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই সময়সীমা পিছিয়ে দেয়ার চিন্তা থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরই এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির এলডিসি থেকে উত্তরণ নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবো। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

প্রেস সচিব বলেন, আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছি। আমরা বলতে পারি, ২০২৬ সালে যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং ব্যবসার ক্ষেত্রে এর সক্ষমতাও বাড়বে।

তিনি আরও বলেন, এ জন্য যে চ্যালেঞ্জগুলো আসবে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদাও আরও বৃদ্ধি পাবে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, বাংলাদেশ বর্তমানে যে সুযোগ-সুবিধা ভোগ করছে, তা এলডিসি থেকে উত্তরণের পরবর্তী তিন বছর অব্যাহত থাকবে।

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে শুল্কমুক্ত বৈদেশিক বাণিজ্য সুবিধাসহ প্রায় সব ধরনের সুবিধা আর পাবে না। মেধাস্বত্ত্ব সম্পত্তি অধিকারের বাণিজ্য-সম্পর্কিত দিকগুলো (টিএরআইপি) কঠোরভাবে মেনে চলতে হবে। তবে ২০২৬ সালে উন্নয়নশীল দেশ উন্নীত হওয়ার পর আরো তিন বছর শুল্কমুক্ত বাজার সুবিধা উপভোগ করতে পারবে।

এক বছর আগে আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ১৬৬ জন সদস্য এই সুবিধার সিদ্ধান্ত সমর্থন করেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ ও  সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech