।।বিকে রিপোর্ট।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
নোটিশ টাঙানো ও জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি সোমবার ১৭ মার্চ বিকেলে জানানো হয় বলে নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
তিনি আরও জানান, এছাড়াও ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, আমন্ত্রিত ভিভিআইপি এবং আগত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ করা পর্যন্তও সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণকালে সেখানকার ফুলের বাগানের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।