।।বিকে রিপোর্ট।।
ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে ৫ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ৮ এপ্রিল বেলা ১১টার দিকে সদর উপজেলার জোয়াইরের মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একটি টিম।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থল জোয়াইরের মোড় এলাকার শরিফ জুটমিলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে খাদে পড়ে যায়।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেবার পথে বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। নিহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন,
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, বাস দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হলে চারজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পরে তিনিই মৃত্যুবরণ করেন। নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।