।।বিকে কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।।
নব আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করেছেন।
সোমবার ১৪ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনায় এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নানা শ্রেণি পেশার মানুষ এতে উৎসাহ, উদ্দীপনার সাথে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে শহীদ মিনারে বৈশাখী সঙ্গীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়।
অন্যদিকে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই শ্লোগান সামনে রেখে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের আয়োজনে বালীগাঁও কলেজ প্রাঙ্গণে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। এর আগে সকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ হতে রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ প্রাঙ্গণে বৈশাখী মেলার শুভ উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কলেজের সংশ্লিষ্টদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
পরে কলেজ প্রাঙ্গণে বৈশাখী গান, কবিতা আবৃত্তি ও নাচ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বনিক, কলেজ পরিচালক অপু বনিক, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মিত্রসহ অভিভাবকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ষবরণের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি পালন করেন। উপজেলা শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশনার পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য মোহাম্মদ সোলায়মান আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদুল হাসান, আরএফএল ইন্ডাষ্ট্রিয়াল পার্কের জিএম অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।