।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন।
সোমবার ২৪ মার্চ সাভারের বিকেএসপিতে খেলতে নেমে বুকে ব্যথা অনুভব করায় তাকে স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।
খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে। মাঠে হঠাৎ বুকে ব্যথা ওঠায় শুরুতে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে অবস্থা ভালো না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে। অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে। তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল এবং মোহামেডান কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন ও তারিকুল ইসলাম টিটু।
এ নিয়ে হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।
মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। স্থানীয় কেপিজে হাসপাতালে আনা হয়েছে। সবার দোয়া চাই।
মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন, তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং এভারকেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও কলাপ্স করে। এ কারণে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয়। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।
এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। তিনি জানান, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।