Breaking News:


শিরোনাম :
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করলো ইসি : বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২ ৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী ও প্রধান সমন্বয়ক ইসমাইল ‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে আজ: আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে: দুজনের মরদেহ উদ্ধার তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড টাইম : ১১:০০ এএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

লক্ষ্মীপুরে চার সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে উত্তর তেমুহনী এলাকায় এ আয়োজন করা হয়।

মানববন্ধনের একাত্মতা পোষণ করে বক্তব্যকালে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব আনিস কবির ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবদুন নুর প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটছে। ৩রা ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের ৪ সাংবাদিকের ওপর হামলা করা হয়। এক পর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হওয়ায় তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, সোমবার বিকেলে সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেলে যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন চার সাংবাদিক।

এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছুদুর সামনে গেলে গনেশ্যামপুর এলাকায় ৮/১০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় পেটে যায় এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বামহাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পর অন্য সাংবাদিকরাদের উদ্দেশ্য পর পর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে।

এসময় সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা পয়সা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত সাংবাদিক রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন,ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech