।।বিকে রিপোর্ট।।
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জনই নারী আইনজীবী।
এছাড়া আত্মসমর্পণ করা ৯৩ জনের মধ্যে বাকি ৮৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ৬ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন সকালে তাদের আইনজীবী জামিনের আবেদন করলে বিকেল ৩:৩০ থেকে শুরু হওয়া শুনানি শেষে বিকেল ৫টার দিকে আদালত জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত আসামিদের জামিন মঞ্জুর করেছেন।
এ মামলার সূত্রপাত ২০২৩ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। ওইদিন আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টা চালানো হয়। আওয়ামী লীগপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়।
মামলায় আওয়ামী লীগ নেতা কাজী নজিবুল্লাহ হিরু, সাবেক পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদলসহ আরও ১৪৪ জন আইনজীবী অভিযুক্ত। অভিযোগে বলা হয়, ওই দিন আসামিরা বেআইনি জনসমাবেশে অস্ত্র, লাঠিসোটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” স্লোগান দেন। তখন এক ভুক্তভোগী আইনজীবী তাদের হামলার শিকার হন এবং আনোয়ার শাহাদাৎ শাওন তাকে গুলি করার চেষ্টা করেন।
এ মামলার অন্য আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, খন্দকার গোলাম কিবরিয়া জুবায়েরসহ আরও অনেক নাম রয়েছে।