।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গাজার যুদ্ধ বন্ধ ও উপত্যকাটির পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ২০ জানুয়ারী (স্থানীয় সময়) এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেছেন, তিনি মনে করেন ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস) জাতিসংঘের বিকল্প হতে পারে।
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রস্তাবিত ‘শান্তি পর্ষদ’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হবে বলে তিনি মনে করেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে।’ তিনি আরও বলেন, জাতিসংঘ ‘খুব একটা কাজের নয়’।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই সংস্থার (জাতিসংঘ) সম্ভাবনা আছে, কিন্তু কোনো যুদ্ধ মীমাংসার জন্য তাদের কাছে যাওয়ার কথা তিনি কখনো ভাবেননি। জাতিসংঘকে একটি ‘অকাজের’ সংস্থা হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে বিশ্বনেতাদের নিয়ে ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যোগ দেওয়ার জন্য তিনি বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন।
৮০ বছর আগে বিশ্বব্যাপী শান্তি আনতে প্রতিষ্ঠা হয় জাতিসংঘ। তবে ট্রাম্পের বোর্ড অব পিসের কারণে সংস্থাটি এখন ঝুঁকিতে পড়েছে। এরমধ্যে ট্রাম্প নিজেই জানালেন জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে তার তৈরি করা বোর্ড অব পিস।
এই বোর্ডের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজেই। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তিনি এ পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন।
বোর্ড অব পিসে ১ বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে তারা এতে যুক্ত হবে। ট্রাম্প এই বোর্ডের সদস্য হতে বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাচ্ছেন। এরমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।
তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ইউরোপের দেশগুলোর মধ্যে সতর্কতা তৈরি করেছে। কারণ পুতিন নিজে ২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন।
এর আগে একই দিনে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট সুইজারল্যান্ডের দাভোসে ইউরোনিউজকে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অন্তর্বর্তীকালীন শান্তি পর্ষদ দিয়ে ‘জাতিসংঘ ব্যবস্থাকে প্রতিস্থাপন’ করতে চাইছেন।
প্রিভোট বলেন, ঠিক কতজন নেতাকে এ সংস্থায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিশ্চিত নয়। তবে বেলজিয়ামকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি এ প্রকল্পকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বলেন, ট্রাম্প ‘নিজের ব্যক্তিগত বোর্ড তৈরি’ করার চেষ্টা করছেন।
ট্রাম্পের এই নতুন উদ্যোগের কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে এই ‘শান্তি পর্ষদ’।
সূত্র: সিএনএন