।।বিকে ডেস্ক।।
আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার ১৭ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
এসময় বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ ও জেলা পুলিশকে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত জুলাই গণঅভ্যূত্থানের সময় পুলিশের যানবাহনসহ অনেক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এই ধরনের সহায়তা অব্যাহত রাখলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করার সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।
তিনি নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। সবার সহযোগিতায় একটি নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নিটওয়্যার খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরী। বিকেএমইএ সেই সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভ্যান উপহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি এ ধরনের অংশীদারিত্ব দেশকে আরো এগিয়ে নেবে।
শরিফ ওসমান হাদি প্রসঙ্গে তিনি বলেছেন, আমাদের ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাইযোদ্ধা। জুলাই আন্দোলনে দেশের জন্য হাদির ব্যাপক অংশগ্রহণ রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, শিল্প পুলিশ-৪ প্রধান মো. আসাদুজ্জামান, বিকেএমইএ এর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।