।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার ১৬ জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রদত্ত পূর্বাভাসে বলা হয়— এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার প্রবণতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বেসরকারী আবহাওয়ার পূর্বাভাস ওয়েনসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার নিয়মিত আবহাওয়া পূর্বাভাসে আজ জানিয়েছেন,
মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত বায়ু-প্রবাহ চিত্র ও কৃত্রিম-ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সুস্পষ্ট মৌসুমি লঘুচাপটি গত ২৪ ঘন্টায় আরও উত্তর-পশ্চিম দিকে ভারতের বিহার রাজ্যের দিকে সরে গেছে ও শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে আজ বুধবার সকাল ৭ টার সময় দুর্বল লঘুচাপ অবস্থায় পরিণত হয়েছে।
এটি প্রায় ১৫০ কিলোমিটার উত্তর দিকে সরে গিয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্য ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যবর্তী স্থানের উপরে অবস্হন করতেছে (রাজশাহী ও রংপুর বিভাগ থেকে উত্তর-পশ্চিম দিকে)।
এই মৌসুমি লঘুচাপের কারণে আজ বুধবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের পশ্চিমদিকের ৩ টি বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অর্থাৎ, আজ বুধবারও খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে আজ ঢাকা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের পরিমাণে কমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।