।।বিকে রিপোর্ট।।
সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের মাঠ, ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজার নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ ভবনের পশ্চিম প্রান্তে মরহুমার কফিন রাখা হবে। আনুমানিক দুপুর ২টার দিকে এই জানাজা পড়ানো হবে।
দেশের এই বরেণ্য নেতাকে সর্বস্তরের জনগণ যাতে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলো যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে। জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন পার্শ্ববর্তী সড়কগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দাফন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বহাল থাকবে বলে জানানো হয়।
এদিকে সকাল থেকে লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে।
বুধবার ৩১ ডিসেম্বর সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাখো জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। মানুষের চোখে মুখে আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এই জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।