।।বিকে রিপোর্ট।।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বহুল আলোচিত আপিলের শুনানি পর্যবেক্ষণ করলেন বাংলাদেশ সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
রবিবার ২ নভেম্বর দুপুর ১২টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে বসেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
আজ বেলা ১২ টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে একসঙ্গে দুই দেশের প্রধান বিচারপতি বসে শুনানি চলার এই বিরল দৃশ্য দেখা যায়।
বিএনপির পক্ষে আপিলের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আপিলে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী।
শুনানির শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি। সেই সঙ্গে দুদেশের বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে শনিবার ১ নভেম্বর ঢাকা পৌঁছান নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
দলে রয়েছেন বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে নেপালের প্রতিনিধিদল আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।