Breaking News:


শিরোনাম :
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা দিল ডব্লিউএফপি রাষ্ট্রসংস্কার কেবলই ফাঁকাবুলি? – টিআইবি কড়াইল বস্তিতে বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ আমিরাতে বন্দি অবশিষ্ট ২৪ জনের শিগগিরই মুক্তি: আসিফ নজরুল আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য আনসার-ভিডিপির জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু ধামরাইয়ে মধ্যরাতে পার্কিং করে রাখা বাসে আগুন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের গুলিবিদ্ধ একজনের মৃত্যু :তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের ঢাকা-কাঠমান্ডু দ্বিপাক্ষিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া অনুমোদন

আমিরাতে বন্দি অবশিষ্ট ২৪ জনের শিগগিরই মুক্তি: আসিফ নজরুল

  • আপলোড টাইম : ০৮:৩৯ পিএম, শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে আরব আমিরাতে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা জানিয়েছেন।

শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোষ্টে প্রবাসী কল্যাণ উপদেষ্টা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে আসিফ নজরুল লেখেন, ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

তিনি উল্লেখ করেন, এর আগে, প্রাথমিকভাবে বন্দি ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে।

প্রসঙ্গত, আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় প্রথম দফায় আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন সে দেশের আদালত।

পরে গত বছরের ২৮ আগস্ট দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাদের সাজা মওকুফের অনুরোধ জানান তিনি। এতে সাড়া দেয় দেশটির সরকার। পরে কারামুক্ত হয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে ফিরতে শুরু করে প্রবাসীরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech