Breaking News:


শিরোনাম :
টঙ্গীর ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির দাফন সম্পন্ন: মায়ের জন্য কাঁদছে জমজ দুই শিশু ফিলিস্তিনি জনগণকে রক্ষায় অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের জুলাই সনদের খসড়ায় ‘আপত্তি’ এনসিপি ও জামায়াতের রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্কহার নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছে জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা ঢাকাসহ আট জেলায় বজ্রবৃষ্টির আভাস বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা খায়রুল হককে আদালতে উপস্থাপনে বিচারিক কাজে অসহযোগিতা: ডিসিকে কারণ জানানোর নির্দেশ জাতীয় বৃক্ষমেলায় ১৪ কোটি টাকায় ১৬ লাখ চারা বিক্রি

ইরানে ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানাল বাংলাদেশ

  • আপলোড টাইম : ১০:১২ পিএম, শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৪২ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ইরানে ইসরাইলের নজিরবিহীন হামলার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার ১৩ জুন এক বিবৃতিতে কঠোর নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের নির্লজ্জ সংঘাতমূলক কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি এবং ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য গুরুতর হুমকিস্বরূপ, যার রয়েছে সুদূরপ্রসারী পরিণতি।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অস্থিতিশীল এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।  

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার ভোররাতের দিকে ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহর কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

হামলায় ইরানের বেশ কজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ির ছবিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সয়লাব। এ হামলাকে গত বছরের দুই দফার হামলার সঙ্গে মেলালে ভুল হবে। সেগুলোকে ‘সতর্কবার্তা’ ধরলে শুক্রবারের হামলা মূলত ‘যুদ্ধের আমন্ত্রণ’।

ইরানও প্রতিক্রিয়া দেখাবেই। এরই মধ্যে তারা ইসরাইলকে লক্ষ্য করে ১০০টির মত ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। সেসব ড্রোন ভূপাতিত করার ছবিও টেলিগ্রামে এসেছে।

কিন্তু এই প্রতিক্রিয়াই শেষ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরান আরও বড় আকারে প্রতিশোধ নেবে, যা পুরো অঞ্চলকেই যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেমনটা হলে তাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়বে বলে বিশ্লেষক ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, বলছে সিএনএন।

এমন প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং ইতোমধ্যে অস্থির একটি অঞ্চলে আরও উত্তেজনা বাড়ায় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech