।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
শুক্রবার ভোর রাতে ইসরায়েলে ইরানে হামলা চালায়। হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও সিনিয়র প্রায় ২০ জন কমান্ডার সহ ৭৮জন নিহত হন।
এর জবাবে ইরান অপারেটশ ট্রু প্রমিজ ৩ শুরু করে। প্রথম দুই দফার হামলায় অন্তত ৪১ জন আহত হন। তৃতীয় দফার হামলায় আহত হন আরও সাতজন।
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। গতকাল রাত থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ছোড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ইরান এ রাতে ইসরাইলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাত্রা অধিক। এতে ইসরাইলে নিহত হয়েছেন কমপক্ষে দু’জন।
বিভিন্ন স্থানে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দিনের আলো ফোটার পর এসব দৃশ্য স্পষ্ট হয়েছে। এসব ধ্বংসযজ্ঞের কিছু ছবি প্রকাশ করেছে অনলাইন বিবিসি।
এতে স্পষ্ট বোঝা যায়, ইসরাইলে ইরানের হামলার তীব্রতা কি ভয়াবহ ছিল। তবে ইসরাইলের নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে ক্ষয়ক্ষতি বা কতজন মারা গেছেন, তার প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয়। ইসরাইলের তেল আবিবের পূর্বে রামাত জান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয়েছেন ২।
একটি ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধ্বংসস্তূপে আটকা পড়েছেন দুই জন। তারা বেঁচে আছে নাকি মারা গেছে তা পরিষ্কার জানা যায়নি।
ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সেখানকার মানুষ এখন দিশেহারা। বাইরে বিকট শব্দ। বিস্ফোরণের শব্দ। সরকার নিয়ন্ত্রিত ইসরাইলি মিডিয়াগুলো বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করার জন্য আঘাতে সৃষ্ট বিস্ফোরণের শব্দ এসব। কিন্তু নিরপেক্ষ সূত্র থেকে প্রকৃত পরিস্থিতি জানা সম্ভব হচ্ছে না।
উদ্ধারকর্মীরা সেখানে উপস্থিত হয়ে জীবিতদের সন্ধান করছে। এতে যোগ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা। সেখানে যে ক্ষতি হয়েছে তার কিছু ছবি প্রকাশ করেছে অনলাইন বিবিসি। এখানে পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—




