Breaking News:


শিরোনাম :
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ সোমবার সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস এনসিপি-সিইসি বৈঠক: ‘শাপলা’ প্রতীক নিয়ে অনড় এনসিপি, ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপি-প্রশাসনকে নিতে হবে: ফয়জুল করীম   ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬ স্থানে ভাঙন, এবারও ক্ষতি কয়েক কোটি টাকা খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের আলোচনার মাঝেও হামলা অব্যহত, ইসরাইলের কারণে আটকে যাচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তি

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

  • আপলোড টাইম : ১২:৪৮ পিএম, রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার ১৩ জুলাই সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছিল। প্রথমে নিরপেক্ষভাবে শুরু হলেও পরবর্তীতে যা সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। এমনকি হোয়াটসঅ্যাপে তারা সরকারবিরোধী বার্তা আদান-প্রদান করেছে, যেটি গণমাধ্যমেও এসেছে।

তিনি আরও বলেন, এই আন্দোলনের পেছনে অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্য ছিল বলেও আমরা মনে করি। অনেক ব্যবসায়ী আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন—এতদিন কেন এই আন্দোলন চলতে দেওয়া হলো? আমরা গণতান্ত্রিক চর্চাকে সম্মান করি বলেই প্রথমদিকে কঠোর হয়নি সরকার।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দু’টি বিভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে একটি রাজস্ব নীতি বিভাগ ও আরেকটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ। এই দুই বিভাগেই সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।

এ সময় দেশের অর্থনীতি এখনও প্রত্যাশার জায়গায় না এলেও তা গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

উল্লেখ্য, উপদেষ্টা এদিন ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদের কার্যক্রম সম্পর্কেও গণমাধ্যমকে অবহিত করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech