Breaking News:


শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আটক বাংলাদেশিদের তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নৃশংসভাবে সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুলের মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে : হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, অচল হয়ে পড়েছে যান চলাচল অর্থনীতির কঠিন করুণ অবস্থা, দুর্ভিক্ষের আলামত দেখছি: রিজভী কানাডার পণ্যে ৩৫ শতাংশ আরোপের ঘোষণা ট্রাম্পের : কার্যকর ১ আগস্ট থেকে

এসএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  • আপলোড টাইম : ১০:৫২ এএম, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে।

বৃহস্পতিবার ১০ জুলাই দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, শিক্ষার্থীরা—শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তাদের ফলাফল জানতে পারবে।।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর ফল জানার জন্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd বা সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025.

নিজের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জানাই সবচেয়ে উত্তম পদ্ধতি।

ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী নিজের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে আগামীকাল শুক্রবার ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এ আবেদন করা যাবে। এর জন্য প্রতি বিষয়ের জন্য নির্ধারিত ফি ১৫০ টাকা।

আবেদন করতে মোবাইল ফোনে লিখতে হবে: RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য কোড লিখলে কমা দিয়ে আলাদা করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন, যা পরে আরও বেড়ে যায়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ফল প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech