Breaking News:


কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফটকে ককটেল বিস্ফোরণ

  • আপলোড টাইম : ১১:৪০ এএম, শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার ৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিস্ক্রিয় করে।

এই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রধান পুরোহিত ফাদার অ্যালবার্ট রোজারিও বলেন, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেটা গেটের বাইরে। আরেকটা ককটেল গেটের ভেতরে ফাটানোর চেষ্টা করা হয়, কিন্তু ফাটেনি। ঘটনার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে, তারা এসেছেন। সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।

ঘটনার পরপরই ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতে দেখা যায়। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

এসআই সুশান্ত জানান, ঘটনার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, গির্জা লক্ষ্য করে দুটি ককটেল মারা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

গির্জা সূত্রে জানা গেছে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গণে শনিবার ৮ নভেম্বর সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন গির্জা থেকে ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে।  


উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চেও বোমা হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সে ঘটনার তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানা গেছে। ধারাবাহিক এই হামলায় রাজধানীর খ্রিস্টধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech