।।বিকে রিপোর্ট।।
শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় আগুন দেওয়া সহ সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা।
রবিবার ১৬ নভেম্বর দিবাগত রাতে মুখে মাস্ক পরা একজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। তবে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ওসি, আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে একই রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়কের ওপর গাছ কেটে ফেলায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পাকুন্দিয়ার শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীরামদী এলাকায় রবিবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন ‘জয় বাংলা‘ স্লোগান দিয়ে শ্রীরামদী এলাকায় আসে। তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষনের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণে কাজ শুরু করে। কিছু সময় পরই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ বলছে, ঘটনাটি কারা ঘটিয়েছে তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে।
অন্যদিকে একই রাতে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ১৭ নভেম্বর ভোর সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায় অ্যাম্বুলেন্সটি।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল বেলা ১১টায় রায় দেবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংকলিত।