।।বিকে রিপোর্ট।।
কোন পরিবর্তন, কোন অভ্যুত্থান, কোন বিপ্লব, কোন যুদ্ধ ৩৬ দিন বা এক মাসের হয় না। কেউ যদি মনে করে অল্প কয়েকদিন নেই শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেছে- বলেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার ২২ এপ্রিল বেলা ১১টা থেকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে শুরু হওয়া ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো অভ্যুথান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা কোনো যুদ্ধ ৩৬ দিন বা এক মাসে হয় না। বছরের পর বছর যুগের পর যুগ সময় লাগে মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম,মানুষের রক্ত ভেসে যায় সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে।
এসময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, একটি রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করল এই অভ্যুত্থান ৩৬ দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি ৩৬ দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
রুমিন প্রশ্ন তোলেন, যদি ৩৬ দিনে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত ১৫ বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে ৭০০’র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল, আমাদের ৫০ লক্ষ নেতাকর্মীর নামে দেড় লক্ষ মামলা দেয়া হলো, সেগুলোর হিসাব কি হবে?
তিনি বলেন, দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ৭৬ বছর বয়সে কারাগারে যান নাই? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ১৭ বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই ত্যাগের কোন মূল্য নাই?
তিনি আরও বলেন, আমার সামনে বসা ভাই-বোনেরা এবং আমার পাশে বসা আমার সহকর্মীবৃন্দ,আমাদের প্রত্যেকের নামে গড়ে মিনিমাম ৫০টা থেকে ৬০টা মামলা আছে। এরপরে তো দুদু ভাই থেকে শুরু করে যারা সাংগঠনিক বড় বড় পদে ছিল, একেকজনের বিরুদ্ধে ২০০-৩০০-৪০০ মামলা। তারা নিজেরাও দেন না তাদের বিরুদ্ধে কয়টা মামলা। এই ত্যাগের কোন মূল্য নাই?
তিনি আরো বলেন, কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন। তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা পালিয়ে গেছে।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে যত পাপ করেছে তার বিচার আগামী ১০০ বছর চলতেই থাকবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।
অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।